• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল সদর উপজেলা আওয়ামী লগের সভাপতি ছবি গ্রেফতার!

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০০:৩১ পূর্বাহ্ণ
বরিশাল সদর উপজেলা আওয়ামী লগের সভাপতি ছবি গ্রেফতার!

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম নগরীর জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগসহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামী মনিরুল ইসলাম ছবি।

জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লগের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলেন তিনি। তবে ৫ আগস্টের পর তিনি বরিশাল নগরীতেই আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গ্রেফতার হন তিনি। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান আমার দেশকে বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিলাস্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোতয়ালী থানার একাধিক মামলা রয়েছে।