• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ

বিডিক্রাইম
প্রকাশিত মে ১২, ২০২৪, ১৫:১২ অপরাহ্ণ
বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ

শামীম আহমেদ ॥ বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ ॥ কমেছে জিপিএ-৫ চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী। গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। এবছর এ শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ৬ হাজার ৩১১ জন। আজ রোববার দুপু‌রে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন ।

সাংবাদিকদের তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাশের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে ।