• ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রায় ১ যুগ পরে বরিশাল মহানগর বিএনপির কমিটি গঠন

বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে ফারুক-জাহিদ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৩, ২০২১, ১৬:৪৫ অপরাহ্ণ
বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে ফারুক-জাহিদ

বিডি ক্রাইম ডেস্ক ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বরিশাল মহানগ বিএনপির নতুন নেতৃত্বের অনুমোদন দিলো কেন্দ্রীয় বিএনপি।

বুধবার (৩ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহানগর বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুককে আহবায়ক ও মহানগর বিএনপির ৩নং যুগ্ম সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে সভাপতি ও কামরুল আহসান শাহিনকে সাধারন সম্পাদক করে বরিশাল মহানগর বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়েছিলো ২০১০ সালে। এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি হিসেবে রূপ পায় ২০১৩ সালে। এই সময়ের মধ্যেই মারা যান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার। কিন্তু এতদিনেও তিনি পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হতে পারেননি। মেয়াদোত্তীর্ণ সেই কমিটি দিয়েই এখন পর্যন্ত চলছে আসছিলো বরিশাল মহানগর বিএনপির কার্যক্রম।