বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তির কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিত করার এক দফা দাবিতে বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় শিক্ষার্থীরা বরিশাল-ভোলা মহাসড়কের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কে চলাচলরত চালক ও যাত্রীরা।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে ঢাকা অভিমুখে লং মার্চ ও আমরণ অনশন কর্মসূচিও পালন করবেন তারা।
শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে ঢাকা অভিমুখে লং মার্চ, আমরণ অনশন কর্মসূচিও পালন করবেন তারা।