• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৮ হাজার শিক্ষার্থী

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৮:০৭ অপরাহ্ণ
বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৮ হাজার শিক্ষার্থী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥  বরিশাল বোর্ডের ৬ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ড থেকে জানা যায়, এবার বরিশাল বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বিভাগের ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ১০ হাজার ৯১১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৩৩১ জন এবং ছাত্রী ৪৭ হাজার ২৫৫ জন।
এবার এসএসসিতে পূর্ণ নম্বরের (১০০) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। আগামী ১২ মার্চ এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার বোর্ডের ৩০টি স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করবে। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে প্রতি জেলায় ২টি করে মোট ১২টি টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করবে। এ ছাড়াও জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় তদারকি করবে বলে জানিয়েছেন তিনি।