• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ১৭:১৪ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিগরিই নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। মঙ্গলবার রাত ১২টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে রেজা শরিফকে সভাপতি করে ছাত্রদলের প্রথম আংশিক কমিটি প্রকাশ করা হয়৷

 

পুনরায় ২০২১ সালে রেজা শরিফ ও হাসান আল হাসিবকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের তিন বছর পর কমিটি বিলুপ্ত ঘোষণা করলো সংগঠনটি। ৫ আগস্টে সরকার পতনের আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনটি সক্রিয় হতে পারেনি ছাত্রলীগের ভয়ে।

 

সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ এই কমিটি হলে কক্ষ দখল, ছাত্রলীগকে প্রশ্রয়সহ বেশ কিছু বিতর্কিত কাজ করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে।