• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণভোট শুরু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণভোট শুরু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ঘোষিত ৯ দফা দাবির অন্যতম ছিল দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ (ছাত্রসংসদ) কার্যকর করা।

তবে সরকারের পতনের এক বছর পেরিয়ে গেলেও এখনও দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এমন প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণভোটের আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে শুরু হওয়া এ গণভোট চলবে টানা তিনদিন—২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত বুথে গিয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত প্রদান করছেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি—তানজিদ শাহ জালাল ইমন, মেহরাব হোসেন, মো. ইয়ারুল আমিন ও মো. সাবির মাহমুদ।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক শুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম হলো ছাত্র সংসদ। এর মাধ্যমে প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে এবং প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে। তাই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, আগামী বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে। তাই গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যেই আজকের গণভোটের আয়োজন করা হয়েছে।

গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থী আশিক রিয়াদ বলেন, “গণতান্ত্রিক চর্চা ও প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। আমরা অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুড়বৃত্তিক রাজনীতির চর্চা দেখেছি, যেখানে ছাত্রনেতারা কেবল রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থেই কাজ করেছেন। কিন্তু ছাত্র সংসদ চালু হলে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।”

তিনি আশা প্রকাশ করেন, এই গণভোটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হবে এবং তা একটি কার্যকর ছাত্র সংসদ গঠনের পথে অগ্রগতি ঘটাবে।

উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা করলেও এখনও চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই গণভোট সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।