• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল বিএম কলেজে ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯, ২৩:৪১ অপরাহ্ণ
বরিশাল বিএম কলেজে ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ফরম ফিলাপের বিভিন্ন খাতে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদ ইসলামের সভাপতিত্বে আরিফ আহমেদ, ফয়সাল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফরম ফিলাপের নির্ধারিত ফি’র বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্র-ছাত্রী সংসদ ফি, লাইব্রেরি ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যাবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব খাতে ফি নেওয়া হলেও এর কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ে না। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও জানান, আমাদের এ সমস্যা আগে ছিলো না। বর্তমানে সৃষ্ট এ সমস্যার পেছনে কলেজর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ারকে দায়ী করছেন তারা।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করা হয় না।