ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় মহাসচিব বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এরা হলেন- বরিশাল-১ আসনে চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ আসনে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাজিব আহসান, বরিশাল-৫ আসনে চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার ও বরিশাল-৬ আসনে জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান।
তবে বরিশাল-৩ আসনের মনোনীত প্রার্থীর নাম পরে ঘোঘণা করা হবে বলে জানান বিএনপির মহাসচিব।