• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের দাফন সম্পূর্ন

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৩, ২০২৪, ১৬:১৮ অপরাহ্ণ
বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের দাফন সম্পূর্ন

শামীম আহমেদ ॥ বরিশাল প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের বার্তার প্রকাশক সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের জানাজার নামাজ ও নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়েছে। আজ রোববার (৩ই) মার্চ বেলা ২টায় নগরীর কাশিপুরস্থ কাজী বাড়ি জামে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় জানাজার নামাজে অংশ গ্রহন করে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ,বরিশাল মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি)জুলফিকার আলী হায়দার, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়েদুল হক চাঁন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সিকদার,বরিশাল মহানগর জাতীয় পার্টি অঅহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতা এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল,অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, বরিশাল প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস সহ বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান,প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার প্রকাশক,সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের মানুষ জানাজার নামাজে অংশ গ্রহন করেন।

এর পূর্বে কাজী বাবুলের বড় ছেলে কাজী রাসেল বাবার হয়ে উপস্থিত মুসল্লিদের উর্দেশ্যে বক্তব্য রাখেন। পরে জানাজার নামাজ আদায় করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান। উল্লেখ্য শনিবার সোয়া ৮টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়কি হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।