• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকিরের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০০:৪৬ পূর্বাহ্ণ
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকিরের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুনির হোসেনের মা মরহুমা খালেদা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) জোহর বাদ নগরীর মুসলিম গোরস্থানে এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজি ও নূরানী মাদ্রাসার ছাত্রদের নিয়ে মরহুমার কবর জিয়ারত ও দোয়া করা হয়।

এসময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, এসএম জাকির হোসেনের পরিবারের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

উল্লেখ্য- ২০২৩ সালের ৩রা নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মরহুমা খালেদা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও পাঁচ কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।