• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের শোক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৩, ২০২১, ১২:০১ অপরাহ্ণ
বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের শোক

খবর বিজ্ঞপ্তীঃ
চ্যানেল টোয়েন্টিফোর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা’র পিতা সৈয়দ মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মঙ্গলবার (২৩ মার্চ) ভোর রাত সাড়ে চারটায় রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সৈয়দ মোশাররফ হোসেন শুক্রবার (২০ মার্চ) কালুশাহ সড়ক নিজ বাড়িতে অবস্থানকালে মস্তিস্কে রক্তক্ষরণে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর কালুশাহ সড়কের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

সৈয়দ মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার এবং সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।