• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল নগরীতে ছেলেধরা সন্দেহে নারী আটক

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ১৫:০২ অপরাহ্ণ
বরিশাল নগরীতে ছেলেধরা সন্দেহে নারী আটক

নিজস্ব প্রতিবেদক, বিডি ক্রাইম ॥ বরিশাল নগরীতে ছেলেধরা সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টায় দিকে নগরীর রূপাতলী এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।

আটককৃত নারীর নাম আকলিমা। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

সূত্র জানায়, নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় আকলিমা পানি খাওয়ার কথা বলে একটি ভাড়াটিয়া বাসায় যায়। সেখানের তার কথা সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে রূপাতলী পুলিশ বক্সে নিয়ে যায়।

পরে কোতয়ালী মডেল থানার এসআই শাহজালাল এসে আকলিমাকে আটক করে থানায় নিয়ে যায়।

এসআই শাহজালাল বিডি ক্রাইমকে জানায়, “ছেলেধরা সন্দেহে এক নারীকে ধরে স্থানীয় জনতা। আকলিমা নামে ঐ নারীকে পরে আমরা থানায় নিয়ে আসি। তাকে কোর্টে চালান করার প্রস্তুতি চলছে।