• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল নগরীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৭, ১৫:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বরিশালে সাথী (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।  শনিবার দুপুরে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।  স্থানীয়রা জানান, নগরীর স্টেডিয়াম কলোনীর বাসিন্দা শাহজাদার মেয়ে ও জাগুয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। ৫ মাস পূর্বে পালিয়ে আরিফ নামে এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে পরে সাথী তার বাবার বাড়ি চলে আসলেও আরিফকে ওই বাসায় ঢুকতে দেয়া হত না। এই নিয়ে সাথীর ছোট বোন সুখীর সাথে শুক্রবার রাতে ঝগড়া হয়। এরপর সবার অজান্তে সাথী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।