• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম থেকে আল-আমিন গাজীকে বহিস্কার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১, ২১:০২ অপরাহ্ণ
বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম থেকে আল-আমিন গাজীকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের পেশাদার তরুণ সাংবাদিকদের সংগঠন বরিশাল তরুণ সাংবাদিক ফোরামে সকল ধরনের পদ থেকে আল-আমিন গাজীকে বহিস্কার করা হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) সংগঠনের এক জরুরী ভার্চুয়াল সভায় সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে তাকে বহিস্কার করা হয়।

আল-আমিন গাজী বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

সূত্রে জানা যায়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে বেশ কয়েকদিন পূর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের সিদ্ধান্তে আল আমিন গাজীকে একটি কারন দর্শানোর নোটিশ দেওয়া হয় কিন্তু দীর্ঘদিন সেই নোটিশের কোন জবাব না দেওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২০১৪ সালে বরিশালের সিনিয়র সাংবাদিকদের উপস্থিতে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ হয়।