খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বরিশাল শাখার অর্থ সম্পাদক শামিম খানের পিতা মোঃ তৈয়ব আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
মঙ্গলবার ঝালকাঠি জেলার নলছিটির কান্ডপাশা নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক শামীম খানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম। সংগঠনের আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এইচ আর হীরা স্বাক্ষরিত এক শোক বার্তায় বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের আহবায়ক মজিবর রহমান নাহিদ ও সদস্য সচিব প্রিন্স তালুকদার সহ সকল সদস্যরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এছাড়া মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।