• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল ডিবি পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় মামলা!

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯, ২২:৫১ অপরাহ্ণ
বরিশাল ডিবি পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় মামলা!

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় উল্টো হয়রানির শিকার ভু ক্তভোগী । ছিনতাইয়ের শিকার বোর্ডার ঝামেলার ভয়ে বরিশাল ছাড়লেও হয়রানি কমেনি হোটেল ব্যাবসায়ী শিপনের। শিপন কোতোয়ালি মডেল থানায় অভিযোগের পর অভিযুক্তদের মদদে মিথীলা নামের ঘটনার মূল অনুঘটকের দ্বারা একটি শ্লীলতাহানি চেষ্টার মামলা করে। এতে উল্টো হয়রানি হয়েছেন বলে অভিযোগ করেন শিপন।
গতকাল বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত এ ম্যাজিষ্ট্রেট মো.শামীম আহমেদ মামলাটি আমলে নেন এবং কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কে তদন্তের দায়িত্ব দেন (মামলা নং ১৩৬/১৯)।
এ বিষয়ে মামলার বাদি ও সংশ্লিষ্ট উকিল মো.কামরুজ্জামান (জামাল) বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন ৪র্থ শ্রেনীর কর্মচারী মূলত এ নাটকের মূল চরিত্র। ঘটকের চর বাবুগঞ্জ এর হাকিম হাওলাদার এর ছেলে “চিটার জুয়েল” একজন চিন্হিত প্রতারক ও চাঁদাবাজ। তার তৈরি “ডিবির অভিযান” নাটকের বাকি চরিত্রগুলোর মধ্যে আরেকজন মিথীলা। যিনি ঘটনার পরেরদিন ভুক্তভোগী হোটেল মালিকের নামে মামলা করেন। আর এদের সাথে আম্মার হোসেন আম্মান সহ ৩/৪ জন লোক থাকে এমন পরিকল্পিত চাঁদাবাজির ক্ষেত্রে। এরা বরিশাল জেলার বিভিন্ন স্থানে ছিনতাই, চাঁদাবাজি করে বলে অভিযোগ আছে।

বরিশালে আবাসিক হোটেল সি-প্যালেস-এ হানা দিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বোর্ডারের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পাবনা জেলার, জয় নগর গ্রামের মোঃ রায়হান সরদার (৩৫) প্রায় একমাস যাবত হোটেল সি-প্যালেসের ১০৮ নাম্বার কক্ষ ভাড়া নিয়ে থাকছেন।

গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ওই কক্ষে ডিবি পরিচয়ে অভিযানের নামে হানা দেয় জুয়েল(৩২) পিতা হাকিম হাওলাদার, ও আম্মার হোসেন আম্মান (২৮) পিতা আলবক্স মিয়া আমানতগগঞ্জ নামের দুই যুবক । তারা রায়হানের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান । এক পর্যায়ে রায়হানকে রুমের মধ্যে আটক করে ব্যাপক মারধর করে ও বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮ হাজার টাকা ও মোবাইল ফোন জোর করে কেড়ে নিয়ে যায় ডিবি পুলিশ পরিচয়দানকারী জুয়েল ।


এ ব্যাপারে হোটেল মালিক শিপনের সথে কথা বললে তিনি জানান,” যখন ঘটনাটি ঘটেছে তখন আমি রাতের খাবার খেতে পাশের একটি হোটেলে ছিলাম,এরই মধ্যে আমার এক স্টাফ আমাকে ফোন দিয়ে ঘটনাটি বলে, আমি সাথে সাথে হোটেলে চলে আসি কিন্তু আমি আসার পূরবেই তারা চলে যায়। তবে আমার হোটেলের সিসি টিভি ফুটেজে তাদের অপকর্মের সকল ভিডিওচিত্র রেকর্ড হয়, এবং সেই ভিডিওচিত্র দেখে তাদেরকে আমি সনাক্ত করতে সক্ষম হই। এছাড়াও জুয়েল গত তিনদিন আগেও গৌরনদী একটি ডায়াগনস্টিকে চাঁদাবাজির জন্য গণধোলাইয়ের শিকার হন। আম্মার ও জুয়েল আমার স্টাফের কাছে বলে গেছেন প্রতিমাসে নিয়মিত ১ লাখ টাকা চাঁদা না দিলে দিলে আবার মারধর,ছিনতাই করবে।”

শীপন আরো জানান, যেই ব্যাক্তিরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমার হোটেলে এসে এরকম ছিন্তাই করেছে তাদের বিরুদ্ধে কতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। এতে জুয়েল,আম্মার হোসেন আম্মানসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।জুয়েল ও আম্মান কখনও সাংবাদিক আবার কখনও ডিবি পরিচয়ে সবখানে চাঁদাবাজি করে।

এদিকে অভিযুক্ত আম্মার হোসেন আম্মান বলেন ” আমরা মেয়েটিকে উদ্ধার করতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছি। এ ঘটনায় কোতোয়ালি থানায় শ্লীলতাহানি চেষ্টার একটি মামলা হয়েছে।”
মামলার নথিসূত্র বলে ” ডিভোর্সি ওই বাদিনী মিথীলা (২০) এক সন্তানের জননী। তিনি প্রেমের টানে রায়হানের সাথে হোটেলে সময় কাটাতে গেলে অন্যান্যরা তাকে শ্লীলতাহানির চেষ্টা করে।(মামলা নং ৪৫/৪৮৮/২০১৯) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০/৩০ ধারা।।
উল্লেখ্য, জুয়েল গত ১৩ জুন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঁদাবাজির অভিযোগে গণধোলাইয়ের শিকার হন , পরে পুলিশ উদ্ধার করে।