বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল জেলায় করোনার টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখ ২০ হাজার ৬০৫ জন। তবে টিকা নিয়েছেন ৭৬ হাজার ৪৫৪ মানুষ। অর্থাৎ নিবন্ধিত ৪৪ হাজার ১৫১ জন মানুষ এখনও টিকা নেননি।
ডা. মো. মনোয়ার হোসেন বলেন, জেলায় নিবন্ধিত মানুষের মধ্যে টিকা নেয়ার হার ৬৩ দশমিক ৪ ভাগ। নিবন্ধিতদের মধ্যে টিক না নেয়ার হার ৩৬ দশমিক ৪ ভাগ।
নিবন্ধিত ৪৪ হাজার ১৫১ জন মানুষের টিকা না নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রথম ডোজের টিকা নেয়ার সুযোগ এখনও আছে। যারা টিকা নেননি তারা হয়তো পরবর্তীতে নেবেন। তাছাড়া অন্তঃসত্ত্বা ও শিশুকে দুধ খাওয়ান এমন অনেক নারী ভুলে নিবন্ধন করেছিলেন। তাদের টিকা দেয়া হয়নি। এটিও একটি কারণ হতে পারে।