• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল গৃহবধূ গণধর্ষণের শিকার, কারাগারে ১

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৭:৩৩ অপরাহ্ণ
বরিশাল গৃহবধূ গণধর্ষণের শিকার, কারাগারে ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার ২৬ সেপ্টেম্বর। ওই রাতে থানায় তিন ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের।

ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মামলার এক আসামীকে শনিবার পুলিশ গ্রেফতার করে আদালতে হাজিরকরে।

আদালতের নির্দেশে ধর্ষককে কারাগারে প্রেরন করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারে অভিজান চলছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের এক গৃহবধু ২৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পশ্চিমসুজনকাঠী গ্রামে খালু বাড়ি বেড়াতে যায়।

ওই দিন দিবাগত ২৬ সেপ্টেম্বর রাত ১টায় প্রকৃতির ডাকে গৃহবধু ঘরথেকে বাহিরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৩ জন যুবক ওই গৃহবধূর মুখ চেপেধরে পাশের একটি পরিত্যক্ষ ঘরে নিয়ে যায়।

তারা হলো একই এলাকার দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো.আলী বেপারীর ছেলে মো. ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞত নামা একজন।

তারা তিনজনে মিলে পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পরে ধর্ষিতাকে অসুস্থথাবস্থা ফেলেগেলে তার চিৎকার শুনে ঘরেথারা লোকজন বের হয়ে ধর্ষিতাকে উদ্ধারকরে।

এঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ধর্ষকদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং-১২(২৬-৯-২০২৫)।

মামলার বাদী ও ধর্ষিতা গৃহবধূ সাংবাদিকদের জানায়, আমি প্রকৃতির ডাকে রাতে ঘর থেকে বাহিরে বের হলে আসামীরা আমাকে মুখ চেপেধরে পাশের একটি পরিত্যক্ষ ঘরে নিয়ে তিন জনে ধর্ষণ করে। আমি তখন অসুস্থহয়ে পরি।

আমি চিৎকার করলে আমার খালা ও ঘরে থাকা লোকজন আমাকে উদ্ধারকরে। এরপরে ২৬ সেপ্টেম্বর থানায় গিয়ে মামলা করি।

এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক বলেন, ধর্ষণ মামলার আসামী মো. ফয়সাল বেপারী (২৬) কে শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রীর বাইপাস সড়কের চৌরাস্তা নামক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

তাকে ওইদিন আদালতে হাজির করা হয়। আদালতে তাকে কারাগারে পাঠানোর নিদের্শদিলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও ধর্ষিতাকে পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠারো হয়েছে।