• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল ক্রাইম নিউজের সহ-সম্পাদক হলেন সাংবাদিক এস এন পলাশ

admin
প্রকাশিত মে ১৮, ২০১৮, ২০:১৮ অপরাহ্ণ
বরিশাল ক্রাইম নিউজের সহ-সম্পাদক হলেন সাংবাদিক এস এন পলাশ

নিজস্ব প্রতিবেদক।।
জনপ্রিয় অনলাইন প্রোটাল বরিশাল ক্রাইম নিউজের সহ-সম্পাদক হিসেবে সাংবাদিক এস.এস পলাশকে নির্বাচিত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দেরা শুভেচ্ছা জ্ঞাপন করেছে।গতকাল নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় ক্রাইম নিউজ বরিশালের কর্মকর্তাদের সম্মেলিত অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে তাকে সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। বরিশালের সর্বাধিক পাঠক প্রিয় অনলাইন বরিশাল ক্রাইম নিউজের সহ-সম্পাদক নির্বাচিত সাংবাদিক এস এন পলাশকে স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা জানায় । সাংবাদিক এস.এন পলাশ ২০০৯ সালে ফটো সাংবাদিক হিসেবে স্থানীয় পত্রিকা বরিশাল প্রতিদিনের মাধ্যমে এ পেশাতে আসিন হয়। দীর্ঘদিন যাবত সুনামের সহিত এ পেষায় নিয়জিত রয়েছেন। তিনি স্যাটেলাইট বেসরকারি টেলিভিশন একুশে টিভির বরিশাল ক্যামেরাম্যান হিসেবেও কাজ করেছেন। এছাড়াও বরিশালের স্থানীয় দৈনিক বাংলার বনে,আজকাল,আলোকিত বরিশালে সুনামের সহিত তার কর্মদক্ষতায় কাজ করেছেন। তিনি নির্বাচিত হওয়াতে তার কর্মগুনে বরিশাল ক্রাইমন নিউজ আরো গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রকাশক খন্দকার রাকিব সহ সংশ্লিষ্টর অন্যান্য কর্তব্যরতরা। সাংবাদিক এস এন পলাশ তার দীর্ঘ দিনের এ পেশায় কর্মদক্ষতার গুনে বরিশাল টাইমস অনলাইন প্রোটালের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব রত রয়েছেন। এছাড়া তার কর্মগুন কর্মদক্ষতায় বরিশালের সর্বাধীক প্রচলিত পাঠক প্রিয় স্থানীয় দৈনিক দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে থাকায় তার নাম সুনামের সহিত সর্বত্র গ্রহণযোগ্যতা অর্জন করেছে গনমাধ্যমে।তাকে সহ সম্পাদক হিসেবে নির্বাচিত করার সংবাদে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ সাংবাদিক নেতৃবৃন্দরা তার সফলতার এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য শুভেচ্ছা সহ শুভ কামনা করে। এ বিষয়ে সদ্য নির্বাচিত সহ সম্পাদক সাংবাদিক এস.এন পলাশ দেশ জনপদের প্রতিবেদককে জানায়, তিনি জনস্বার্থে বাস্তবতাকে ফুটিয়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সূষ্ঠ সামাজের উন্নয়নের জন্য তিনি এ পেশায় সম্পৃক্ত হয়ে জনস্বার্থে কাজ করছেন। তাছাড়া তিনি জনসাধারনের কাছে অনুরোধ করে জানায় আশ পাশে ঘটে যাওয়া সকল সমাজ বিরোধী অপরাধ মূলক কর্মকান্ডের, সকল তথ্য +৮৮০১৭১৩৯৬৩৬২৩ তার এই ব্যক্তিগত মোবাইলে অবহিত করে সূষ্ঠ সুন্দর সমাজ গড়ার জন্য অবদার রাখার অনুরোদ রাখেন তিনি।