• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় নবীন বরন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯, ১৮:৩৮ অপরাহ্ণ
বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় নবীন বরন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ে ২০১৯-২০২০ সালের শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর ছাত্র/ছাত্রীদের অরিয়েন্টেশন ও নবীন বরন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ জুলাই সোমবার বিদ্যালয়ের হলরুমে নবীন বরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসার মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও সভাপতি পরিচালনা পরিষদ অমৃত লাল দে মহাবিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাখাল চন্দ্র দে সদস্য পরিচালনা পরিষদ অমৃত লাল দে মহাবিদ্যালয়, বিজয় কৃষ্ণ দে সদস্য পরিচালনা পরিষদ অমৃত লাল দে মহাবিদ্যালয়সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।