• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৪, ২০২১, ১৯:২১ অপরাহ্ণ
বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক

বিডি ক্রাইম ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সংগঠনের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

শোক বার্তায় বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল ও সাধারন সম্পাদক রিপন হাওলাদার বলেন, ‘তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়ে গভীর রেখাপাত করেছে।

তার গান শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে।’

শোক বার্তায় সংগঠনের সকল সদস্যগণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও গভীর সমবেদনা জানান।