• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৪, ১৬:৩৫ অপরাহ্ণ
বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ।

আটক রিপন বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের রূপালী ব্যাংকের সামনে অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তারা।

এ ঘটনায় আটক রিপনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।