• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে ৪ ডাকাত সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ণ
বরিশালে ৪ ডাকাত সদস্য গ্রেফতার

বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম জানান ১৭ জুন রাত পৌনে দু’টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের বধ্যভূমি এলাকার জনৈক জগদিশ সমদ্দারের বাড়ির পাশের আমড়া বাগানের ভিতর একদল ডাকাত গোপন বৈঠক করছে জানতে পেরে রাতের টহলে থাকা উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায় ।

এই অভিযানে মুলাদী উপজেলার চর কালেখা ইউনিয়নের মীর আনছার হোসেন (৬০),পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য ঘটকের আন্দুয়া এলাকার আবু জাফর(৪৫),গাইবান্ধা সদরের ছয় ঘড়িয়া এলাকার মোশারেফ হোসেন(৩৮)ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকার জলিল মল্লিক(৪৫)কে গ্রেফতার করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭/৮ জন অজ্ঞাতনামা ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।