• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত সড়ক দুই মাসেই বেহাল

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯, ২২:৫৩ অপরাহ্ণ
বরিশালে ৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত সড়ক দুই মাসেই বেহাল

অনলাইন ডেস্ক : মাত্র দুই মাস হয়েছে পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হয়েছে। অথচ এখন সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। বরিশালের উজিরপুরের ধামুরা-সাতলা সড়কের এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটি বেহাল। এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এলজিইডি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেয়ার পরও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ করেছেন।

ধামুরা-সাতলা সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ফেটে গেছে এবং ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা রামেরকাঠী থেকে চেরাগ আলী মার্কেটের প্রায় দুই কিলোমিটার। এ ছাড়া ধামুরা কলেজ, রামেরকাঠী কর্মকার বাড়ির সামনে, চুনপোড়া ও ওটরা এলাকায় সড়ক ভেঙে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ধামুরা-সাতলা ভায়া চেরাগ আলী মার্কেট সড়কের ৫ কিলোমিটার বেহাল হয়ে ছিল। ২০১৮-১৯ অর্থবছরে ওই ৫ কিলোমিটার পুনর্নির্মাণের জন্য পৌনে ৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। গত ফেব্রুয়ারিতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিংকে কার্যাদেশ দেয়া হয়। গত ৩০ জুন কাজ শেষ করে চূড়ান্ত বিল তুলে নেন ঠিকাদার।

সড়ক নির্মাণকালে কেউ কোনো অভিযোগ করেনি। তা ছাড়া কাজের গুণগত মান ঠিক রেখেই প্রকল্পের কাজ শেষ করা হয়েছে বলে জানান বরিশাল এলজিইডির উপসহকারী প্রকৌশলী এস এম জিয়াউল হক।