• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশা‌লে ৩শ’ কেজি প‌লি‌থিন জব্দ

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ণ
বরিশা‌লে ৩শ’ কেজি প‌লি‌থিন জব্দ

খবর বরিশাল ডেস্কঃ  ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের বিমানবন্দর থানাধীন রহমতপুর ব্রিজ এলাকায় ইকরা পরিবহন থেকে তিন বস্তায় প্রায় ৩শ’ কেজি নি‌ষিদ্ধ‌ঘো‌ষিত প‌লি‌থিন উদ্ধার ক‌রে‌ছে শিক্ষার্থী এবং সাংবাদিকরা। পরে বরিশালের প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের কাছে হস্তান্তর করেন তারা। এসময় বাসের সুপারভাইজার পালিয়ে যায়।

 

এ ঘটনায় শনিবার (২৬ অ‌ক্টোবর ) রাতে নিয়মিত মামলা রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন ব‌রিশাল প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের পরিদর্শক বি এম রকিব উদ্দিন।

 

তি‌নি ব‌লেন, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে ‌শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানা সংলগ্ন গড়িয়ারপাড় এলাকায় শিক্ষার্থীদের সহায়তায় অ‌ভিযান চালানো হয়। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ঢাকা-পটুয়াখালী রুটের ইকরা পরিবহন থে‌কে প্রায় ৩শ’ কেজি প‌লি‌থিন উদ্ধার করা হয়।

 

এদিকে,পরিবহন থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ পলিথিন ছাড়াতে বরিশালের কয়েকজন সাংবাদিক পরিচয়দানকারী সুপারিশ করেন। এমনকি শিক্ষার্থীদের অর্থের প্রলোভনও দেখায় তারা। তবে, শিক্ষার্থীরা তাদের সাথে কোনো আর্থিক সুবিধা না নিয়ে তারা সকল বাঁধা কাটিয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

 

এ ব্যাপারে সোহান নামের এক শিক্ষার্থী জানায়, আমাদের এক পরিচিতজনের মাধ্যমে একটি সংবাদ পাই যে, নিষিদ্ধ পলিথিন একটি গাড়িতে ঢাকা থেকে বরিশাল আসতেছে।

 

পরবর্তীতে, আমরা স্থানীয়দের সহযোগিতায় ইকরা নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে বরিশাল পরিবেশ অধিদপ্তর এসে পলিথিনগুলো জব্দ করে নিয়ে যায়।