• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১১, ২০২৪, ১৪:০১ অপরাহ্ণ
বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল মেট্রোপলিটন আওতাধীন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মোঃ মিজান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিজান কুমিল্লার আনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে রহমতপুর ব্রীজের উত্তর পাশের ঢালে বাবুগঞ্জ যাওয়ার প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় মিজানের নিজ হেফাজতে থাকা ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক মিজানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।