শামীম আহমেদ ॥ বরিশাল নগরী সহ জেলার ১০ উপজেলায় বিদেশ ফেরত ৬৪৭ ব্যাক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ১৪৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আজ এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার বরিশাল নগরীসহ জেলায় ৫০১ জন হোম কোয়ারেন্টাইনে আছে। ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৪৯ জনকে আর গত ২৪ ঘন্টায় ২২ ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটের করোনা ওয়ার্ডে আরো ৩ রোগী করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জন চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।