• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে হাসপাতালে নবজাতক রেখে মা উধাও

বিডিক্রাইম
প্রকাশিত মে ৫, ২০২৪, ২০:০৭ অপরাহ্ণ
বরিশালে হাসপাতালে নবজাতক রেখে মা উধাও

শামীম আহমেদ ॥ শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতক শিশু কন্যাকে ফেলে রেখে উধাও হয়ে গিয়েছেন প্রসূতি মা ও তার স্বজনরা। রবিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রের নার্স ইনচার্জ জয়নব বিবি। তিনি (জয়নব বিবি) বলেন, শনিবার দিবাগত রাতে কোনো এক ক্লিনিকে শিশুটির জন্ম হয়। ছয়শ’ গ্রাম ওজনের কন্যা শিশুকে রবিবার ভোরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সকালের পর থেকে নবজাতক শিশুর মা ও তার স্বজনদের কাউকে পাওয়া যাচ্ছেনা। ভর্তির সময় দেওয়া একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তারা আসার কথা বললেও রবিবার বিকেল পর্যন্ত কেউ আসেনি।

ওই মোবাইল নম্বরে কল করা হলেও কেউ তা রিসিভ করছেন না। তিনি আরও জানান, ভর্তির সময় শিশুটির মায়ের নাম চম্পা বেগম উল্লেখ করা হয়। ঠিকানা দেওয়া হয় ঝালকাঠির নলছিটি উপজেলার। বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো না। হাসপাতাল থেকেই তার চিকিৎসার ব্যয়ভার বহন করা হচ্ছে। শেবাচিমের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।