• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে হাজারের ওপর ব্যক্তির হোম কোয়ারেন্টিন শেষ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৭, ২০২০, ১৬:২৫ অপরাহ্ণ
বরিশালে হাজারের ওপর ব্যক্তির হোম কোয়ারেন্টিন শেষ

বিডি ক্রাইম ডেস্ক ॥ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এরইমধ্যে ছাড়পত্র পেয়েছে হাজারের ওপর ব্যক্তি। যারমধ্যে অধিকাংশেই বিদেশ ফেরত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

১৪ দিন বাড়িতে থাকার পরও এদের কোন শারিরীক অসঙ্গতি দেখা না যাওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২ হাজার ৭১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

 

যারমধ্য থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বরগুনা জেলায় হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ফলে এ পর্যন্ত বিভাগে কোয়ারেন্টিন থেকে মোট ১ হাজার ৫১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

 

অপরদিকে গত ২৪ ঘন্টায় বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় ৯৩ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং ১৫৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরবাহিরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও ভোলায় ১ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত বিভাগে ৪ জনকে আইসোলেশন হতে ছারপত্র দেয়া হয়েছে।

 

বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা সন্দেহে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি করা হলেও বিভাগের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত এ পর্যন্ত হয়নি।