• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ১৬:৫৫ অপরাহ্ণ
বরিশালে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ সারাদেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, সিন্ডিকেটের দৌরাত্ম্য ও রোগীদের ভোগান্তির বিরুদ্ধে বরিশালে ব্লকেড কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরিশালের নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

এর আগে বুধবার বিকেলে আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা ‘স্বাস্থ্য খাতে বৈষম্য চলবে না’, ‘সিন্ডিকেট ভাঙতে হবে’, ‘শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করো’-এমন বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। দশদিনের আন্দোলনের পর আমরা বাধ্য হয়ে বরিশাল ব্লক করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না, এটা আর মেনে নেওয়া হবে না।

আরেক সংগঠক রিয়াজুল ইসলাম জানান, স্বাস্থ্য খাতের সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

এই আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা অংশ নিয়েছেন।