• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে প্রতীকি লাশ নিয়ে মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ১৬:৫৬ অপরাহ্ণ
বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে প্রতীকি লাশ নিয়ে মিছিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ষষ্টদিনে শনিবার বেলা এগারোটার দিকে বরিশাল নগরীতে প্রতীকি লাশ নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালম করেছে ছাত্র-জনতা।

নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গন থেকে কাফন পড়ানো প্রতীকি লাশ নিয়ে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

শেষে পূণরায় সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, ভোগান্তি, হয়রানির বিরুদ্ধে এবং সারাদেশের স্বাস্থ্যখান সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বরিশালের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে গত ছয়দিন থেকে স্বাস্থ্যখাত সংস্কারের এ আন্দোলন কর্মসূচি চলে আসছে।

অবস্থান কর্মসূচি চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আন্দোলনের নেতৃত্বে থানা ছাত্র নেতা মহিউদ্দিন রনি বলেন, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতা মূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে।

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পূণরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই তিন দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।