বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আগামী ৫ আগস্টের দলীয় কর্মসূচি ঘিরে বরিশালের গৌরনদীতে বিএনপির প্রস্তুতিসভায় সিনিয়র নেতাকে আমন্ত্রণ না দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, সকালে অডিটোরিয়ামে ৫ আগস্টের কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা চলছিল, যেখানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। এরপরও তিনি সভায় উপস্থিত হন।
সেখানে উপস্থিত অপর গ্রুপের নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার আত্মীয় কুরুচিপূর্ণ মন্তব্য করলে তার সমর্থকরা প্রতিবাদ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে মিন্টু নিজেই সমর্থকদের শান্ত করেন।
তিনি অভিযোগ করেন, হান্নান শরীফের সমর্থকরা অতর্কিতে তার লোকজনের ওপর হামলা চালায় এবং তার ঘনিষ্ঠ কর্মী ও ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজানকে একাকী পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে রমজান উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, শান্তিপূর্ণ সভা চলাকালেই একদল দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায় এবং দুইজন কর্মী আহত হয়। তবে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
ছাত্রদল নেতা জসিম শরীফের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, খুব শিগগিরই গৌরনদী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। এ কমিটি নিয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও পদ পাওয়ার প্রত্যাশায় বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা। এ থেকেই উত্তেজনার সূত্রপাত বলে মনে করা হচ্ছে।