মুলাদী প্রতিনিধি ॥
মুলাদীতে কাজিরচর ইউনিয়নের রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাপ আতঙ্ক কাটেনি। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে উপজেলা শিক্ষা অফিস সাপুড়ে এনে বিদ্যালয় থেকে সাপ ধরে নেওয়ায় এবং বালু পড়া ছিটিয়ে দিয়ে আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থী-অভিভাবকদের শঙ্কা কাটেনি।
সাপের ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় আসছে না আর সন্তানের নিরাপত্তার জন্য অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। ফলে কত দিনে বিদ্যালয়ের পড়া-লেখা শুরু হবে তা কেউ বলতে পারছেন না।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুল হক জানান রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ আতঙ্ক দেখা দেওয়ায় জেলা শিক্ষা অফিসের নির্দেশে পটুয়াখালি জেলা থেকে দুই জন সাপুড়ে এনে ২টি সাপ উদ্ধার করা হয়েছে।
কিন্তু আরও বড়ধরনের বেশ কয়েকটি সাপ রয়েছে বলে জানিয়েছেন সাপুড়েরা। তবে বড় সাপ ধরতে না পারায় আপাতত বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসতে সাহস পাচ্ছে না। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর কবির জানান দ্রুত সাপ অপসারণের জন্য সাপুড়ে আনা হয়েছিলো। কিন্তু দুই জন সাপুরে বিদ্যালয়ের বড় সাপ উদ্ধারে ব্যর্থ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষে বিদ্যালয়টি সাময়িক বন্ধ রেখে দ্রুত মেঝ ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে।