বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুকের অনুসারীদের বিরুদ্ধে।
সোমবার রাত ১০টায় নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৭নং গলিতে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, জাহিদ ফারুকের পক্ষে কাজ না করে সাদিক আব্দুল্লাহ’র পক্ষে কাজ করায় ওই এলাকায় সাদিক আব্দুল্লার কয়েকজন অনুসারীদের উপর হামলার করেন ভূঁইয়া সজিব ও তার বেশ কয়েকজন সহযোগীরা।
যুবলীগ কর্মী ভূঁইয়া সজিব জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী হিসেবে পরিচিত। তবে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসিম দেওয়ানের ঘনিষ্ঠজন হিসেবে অধিক পরিচিত।
জাহিদ ফারুকের অনুসারী আ. হালিম বলেন, আমাদের দলীয় প্রার্থী নৌকার প্রার্থীর অফিস সন্ধ্যায় উদ্বোধন ও ওয়ার্ডের মিছিল ছিল। লোক নিয়ে সে লক্ষ্যে অফিসে যাওয়ার সময় আমাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়, পরে ফেরার পথে আবারও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়।
তিনি বলেন, আমাদের দোষ আমরা নৌকার পক্ষে নির্বাচন করছি। আমাদের মারধর ও কোপানো হয়েছে, এর বিচার আমরা চাই।
আর হামলাকারীরা নিজেদের মোটরসাইকেলে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিচ্ছে বলে জানিয়েছেন নৌকার অপর সমর্থক শামীম আলম খান।
তার দাবি, মোটরসাইকেলে আগুন দেওয়ার সময় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম জানান, বর্তমানে পলাশপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক আছে। এ ঘটনায় দুইপক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।