• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে সাংবাদিক লিটন বাশারের মৃত্যুবার্ষিকী পালিত

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯, ২১:৫৮ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিক লিটন বাশারের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥ প্রয়াত সাংবাদিক দৈনিক ইত্তেফাক’র সাবেক বরিশাল ব্যুরো প্রধান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দখিনের মুখ’র প্রতিষ্ঠাতা সম্পাদক লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর আলেকান্দাস্থ একটি মাদ্রাসায় দখিনের মুখ ও দৈনিক মতবাদের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদজুমা এই দোয়া মোনাজাত শেষে এয়াতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন লিটন বাশারের পিতা আবদুল কাদের হাওলাদার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, দৈনিক দখিনের মুখ’র সম্পাদক, দৈনিক মতবাদের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন, মাছরাঙা টিভির বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, দৈনিক দখিনের মুখ’র নির্বাহী সম্পাদক ডা. আল-আমিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, যমুনা টিভির বরিশাল ব্যুরো প্রধান কাওসার হোসেন, দৈনিক দখিনের সময়ের প্রকাশক খন্দকার রফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক এম মোফাজ্জেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও জাগো বরিশালের সম্পাদক মো. নাসিমুল হক, আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক ও সময়ের আলোর বরিশাল ব্যুরো প্রধান হাসিবুল ইসলাম, ঢাকা টাইমস’র বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক দখিনের মুখ’র বার্তা সম্পাদক আরেফিন তুষার, দৈনিক যায়যায় দিন’র বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, দৈনিক দখিনের মুখ’র উপদেস্টা নিপু নেগাবান ও পিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক অনিকেত মাসুদ।