• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ১৯:৩১ অপরাহ্ণ
বরিশালে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

‎বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।