• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৮, ২০২৪, ১৮:১৯ অপরাহ্ণ
বরিশালে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

শামীম আহমেদ ॥ বরিশালে আগৈলঝাড়া উপজেলার যবসেন গ্রাম থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মতলেব ফকির তার স্ত্রী পারুল বেগমকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসার জন্য গৌরনদীতে গিয়েছিলেন।

এসময় তার মেয়ে তাছলিমা একা বাড়িতে ছিল। সন্ধ্যায় ওই দম্পত্তি বাড়ি ফিরে তাদের মেয়ে তাছলিমাকে (১৩) বসত ঘরের সামনের বারান্দায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্রী তাছলিমার লাশ উদ্ধার করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ জানান, তাছলিমার মৃত্যুর রহস্য সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে।