• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে শ্বাসকষ্টে মারা যাওয়া চিকিৎসক করোনায় আক্রান্ত ছিল

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২১, ২০২০, ১২:৩৮ অপরাহ্ণ
বরিশালে শ্বাসকষ্টে মারা যাওয়া চিকিৎসক করোনায় আক্রান্ত ছিল

বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশালে শ্বসকষ্ট নিয়ে মারা যাওয়া চিকিৎসক এমদাদ উল্লাহ খান (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে দেয়া তথ্যের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

 

মারা যাওয়া ওই চিকিৎসক বরিশাল জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) পদে কর্মরত ছিলেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এমদাদ উল্লাহ খানের মৃত্যু হয়।

চিকিৎসক এমদাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। কর্মসূত্রে তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে বসবাস করতেন।

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার বিকালে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন চিকিৎসক এমদাদ উল্লাহ। শুক্রবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ওই দিন বিকালেই তার মৃত্যু হয়।

 

ডা. এমদাদ উল্লাহ খান শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।