নিজস্ব প্রতিবেদক ॥ এখন থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিবেন। বরিশাল বিভাগের আওতায় ৬১২০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীরা এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে সঠিক আগমন এবং প্রস্তান নির্ণয় করবেন। বর্তমান সরকারের ভিষন-২০২১ এবং রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে এসডিজি লক্ষ্যমাত্রা মাননীয় প্রধান মন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তার সুযোগ্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন ইতি পূর্বে নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিগত ১৮ই এপ্রিল-২০১৯ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১৩নং পাদ্রিশিবপুর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে ভরপাশা রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা অনুষ্ঠান শেষে বায়োমেট্রিক ডিভাইজ পদ্ধতিতে শিক্ষকদের হাজিরা শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গত ১১ জুন ২০১৯ বরিশাল নগরির কিশোর মজলিস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টায় ডিজিটাল হাজিরা শুভ উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এস.এম ফারুক হোসেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিইও মোঃ আঃ লতিফ মজুমদার, পিসিএস, ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মোঃ রেজাউল হক মল্লিক, প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান। অনুরূপ একই দিনে পিরোজপুর জেলার মঠমাড়িয়া উপজেলার, মঠবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বায়োমেট্রিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরার শুভ উদ্বোধন করেন। এসময় বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এখন থেকে এই পদ্ধতিতে শিক্ষকরা সঠিক সময় আগমন এবং প্রস্থান নির্ণয় করবেন। এই ডিভাইজ থেকে সরাসরি প্রধান মন্ত্রীর দপ্তর থেকে ক্লাশ রুম ভিজিট করা সম্ভব।