দেশের ৮ বিভাগীয় সদরে বুধবার থেকে ট্রাকযোগে টিসিবি’র পণ্য বিক্রীর কার্যক্রম শুরুর কথা থাকলেও বরিশালে তার কোন খবর মেলেনি। বুধবার সকাল থেকেই মহানগরীর অনেক এলাকায় হত দরিদ্র ও ছিন্নমূল মানুষ টিসিবি’র ট্রাকের আশায় অপেক্ষমান থাকলেও অনেক বেলা অবধি অপেক্ষার পরে হতাশ হয়ে তারা ফিরে গেছেন। অনেক দিন মজুর কাজ ফেলে টিসিবি’র পণ্য কেনার জন্য অপেক্ষায় থেকে দুকুল হারিয়েছেন। অথচ গত দুদিন ধরে বিভিন্ন গনমাধ্যমে দেশের ৮টি বিভাগীয় সদরে বুধবার থেকে ট্রাকযোগে টিসিবি পণ্য বিক্রী কার্যক্রম শুরুর খবর প্রচারিত হয়েছে।
তবে এ ব্যপারে রাষ্ট্রীয় বানিজ্য সংস্থাটির বরিশাল আঞ্চলিক দপ্তরের দায়িত্বে থাকা সহকারী পরিচালকের সাথে আলাপ করা হলে তিনি বিষয়টি নিয়ে খুব বেশীকিছু বলতে পারেননি। তারমতে, ‘এ ব্যপারে কোন দাপ্তরিক আদেশ এখনো হাতে না পেলেও যেকোন সময় ট্রাকসেল শুরুর লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহন করা হয়েছে’। নগরীর ৩০টি ওয়ার্ডে ঠিক কতটি ট্রাকে কি কি পণ্য বিক্রী করা হবে, সে সম্পর্কেও তিনি কিছু বলতে পারেন নি। এমনকি কবে নাগাদ বরিশাল বিভাগীয় সদরে টিসিবি পণ্য বিক্রী শুরু হতে পারে, সে বিষয়টি নিয়েও তিনি কিছু বলতে পারেন নি।
উল্লেখ্য, ৮টি বিভাগীয় সদরে টিসিবি পণ্য বিক্রী কার্যক্রমের আওয়ায় পাশের খুলনা সদরে গত মঙ্গলবার থেকেই পন্য বিক্রী শুরু হয়েছে। বানিজ্য উপদেষ্টা সয়ং খুলনা শিববাড়ি মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন।