স্টাফ রিপোর্টার ॥
বরিশালে গত ২৯ জুন বিকালে বরিশাল মেট্টোপলিটন বন্দর থানা এলাকায় ৭ম শ্রেনীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষনের ঘটনা ঘটে।
গত ২৯ জুন রাতে ৯৯৯ নাম্বারে ফোন করে স্থানীয় এক ব্যাক্তি জানালে ওই রাতেই অভিযান চালিয়ে শিশু ধর্ষক আল আমিনকে আটক করে বন্দর থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে গত ওই দিন রাতে শিশুটিকে বরিশাল ভিকটিম সার্পোট সেন্টারে রাখা হয়।
আজ ৩০ জুন সকালে ভিকটিমের মেডিকেল পরিক্ষা শেষে বন্দর থানায় এসে ভিকটিমের মা রিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা হায়দার জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত আল আমিনকে আটক করা হয়েছে।
আল আমিন বরিশাল সদর উপজেলার বন্দর থানার অর্ন্তগত চাঁদপুরা ইউনিয়নের খোন্তাখালী গ্রামের মৃত আব্দুল জব্বার হাওলাদারের পুত্র।