• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে শতবর্ষী স্কুলে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধণ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১৫:২৯ অপরাহ্ণ
বরিশালে শতবর্ষী স্কুলে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধণ

শামীম আহমেদ ॥ বরিশালের জেলার গৌরনদী উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়েছে।
আজ (৬) ফেব্রয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি
চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে
প্রতিযোগিতার উদ্বোধণ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গৌরনদী
উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম
মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক
প্রণয় কান্তি অধিকারী।
একইদিন (মঙ্গলবার) সকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের দুই দিনব্যাপী
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধণ করেছেন ইনষ্টিটিউশনের ম্যানেজিং
কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিলু হাওলাদার। এসময় ইনষ্টিটিউশনের প্রধানশিক্ষক
অসীম কুমার ওঝা, ইউপি সদস্য মান্নান হাওলাদার, কমিটির সদস্য রিপন রাঢ়ী উপস্থিত
ছিলেন।