• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে লাশ দাফনের সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
বরিশালে লাশ দাফনের সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ দাদার লাশ দাফন করতে গিয়ে বিদ্যুতপৃষ্ঠে মামা ও ভাগ্নের মৃত্যুর ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, মৃত দুই পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে উভয়ের জানাজা শেষে সকাল দশটায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের বাসিন্দা আনিস হাওলাদার (৮০) বার্ধক্যজনিত কারণে রোববার সকালে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন।

ওইদিন বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত আনিস হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের পুত্র সরোয়ার তার দাদার লাশ কবরস্থ করে স্টিলের খাটিয়াটি তার মামা ফিরোজ সিকদারকে নিয়ে সরাতে যায়। এসময় কবরের উপরে টিউবলাইটের সাথে সংযোগ দেয়া বিদ্যুতের তারের সাথে স্টিলের খাটিয়া লেগে তারা দুইজনেই বিদ্যুতপৃষ্ঠ হয়।

এসময় উপস্থিত লোকজনে সরোয়ার ও তার মামা ফিরোজকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মৃত দুইজন হলেন-পাদ্রিশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। সম্পর্কে তারা দুইজনে মামা ও ভাগ্নে।