নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর ১৫নং ওয়ার্ডের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে লামিয়া(১৩) নামের একটি মেয়ে গতকাল ২৪জুন সকাল ১১টায় নিখোঁজ হয়।
যার উচ্চতা সাড়ে ৪ফিট, গায়ের রং ফর্সা, পড়নে ছিলো কমলা রঙের ফোরক।
লামিয়া মেহরাজ মঞ্জিলে গৃহপরিচিকার কাজ করতো এবং সে গলাচিপার চর আগুজতির জলিল খানের মেয়ে। এ ব্যাপারে কোতয়ালী থানায় জিডি নং- ১১৮৬, তারিখ- ২৪.০৬.২০১৯ইং।
কোন স্বহৃদয়বান ব্যাক্তি মেয়েটির সন্ধান পেলে নি¤েœাক্ত ঠিকানায় যোগাযোগের অনুরোধ করা গেল।
রিয়াজ হোসেন ০১৭১১১১৩১৭৭