নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা, ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। সোমবার (৮ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম নাজমুল করিম ওরফে সোহেল আকন (৩৫)। সে একই উপজেলার পশ্চিম ভূতেরদিয়া এলাকার আব্দুল কাইয়ুম আকনের ছেলে।
মঙ্গলবার (৯ জুলাই) র্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সায়দুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।