নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে কুপিয়ে এক যুবকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে শিক্ষক ভবনের সামনে এই ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় আহত যুবক তারক চন্দ্র গুহ (৩৫) কে রাত ১টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকরা।
আহত তারক চন্দ্র গুহ ফকিরবাড়ি রোডস্থ রাখাল বাবুর পুকুর সংলগ্নে বাসিন্দা হরেকৃষ্ণ চন্দ্র গুহ’র বড় ছেলে। অতিরিক্ত মাত্রায় রক্ত ক্ষরণের কারনে তার শারীরির অবস্থা অনেকটাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তারকের বড় বোন শিল্পি গুহ জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা তার ভাইকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তবে কি কারনে তাকে কুপিয়ে জখম করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা নেই।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে থাকা একটি সিসি ক্যামেরা দেখা গেছে চারজন যুবক তারককে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
চার জনের মধ্যে থেকে তারক পুলিশকে একজনের নাম জানিয়েছে। ঘটনার সাথে জড়িত চারজনকেই গ্রেফতার করতে ঘটনার পর থেকেই পুলিশের অভিযান চলছে। তবে কি কারনে তার ওপর হামলা হয়েছে সে বিষয়টি এখনো জানা জায়নি।