• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে রথ যাত্রা উদ্ধোধন করলেন মেয়র

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯, ১৯:৩১ অপরাহ্ণ
বরিশালে রথ যাত্রা উদ্ধোধন করলেন মেয়র

বরিশালে শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর সদর রোডের জগন্নাথ দেবের মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়।

বিকেলে হাটখোলা হরি মন্দির থেকে আরও একটি রথযাত্রা বের করে ভক্তরা। পৃথক স্থান থেকে বের হওয়া দুটি রাথযাত্রা শত শত ভক্তরা উপস্থিত হয়। এসময় পুণ্যের দড়ি টেনে রথযাত্রটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রথযাত্রায় আসা ভক্তরা জানান, ভগবান জগন্নাথ এই দিনে রাস্তায় বের হন ভক্তদের সাথে দর্শণ দেবার জন্য। জগন্নাথ দেবের দর্শণ লাভ করে পরিত্রাণ পান ভক্তরা।
এদিকে রথযাত্রার পর আগামী ১২ জুলাই বিকেল চারটায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা।

বরিশালে রথ যাত্রার উদ্ধোধন করেন বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।