বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল মহানগর যুবদলের ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্য মো: আনিচ বেপারীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) জোহরের নামাজের পর সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর অবদানির মধ্য জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
দোয়া মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মজিবর রহমান সরোয়ার বলেন, আনিচের মৃত্যুতে আমাদের সংগঠন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আনিচের অবদান এবং স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার পরিবারের প্রতি সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা আল আমিন মিয়া, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সাব্বির, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা ফয়সাল শিকদার, রাহাত হাওলাদার, সুমন মুন্সি, আল আমিন, হান্নান, মোল্লা সোহেল, আলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে আগত সকলেই আনিচ বেপারীর জন্য বিশেষভাবে দোয়া এবং তার আত্মার শান্তি কামনা করেন।