• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মোট করোনায় আক্রান্ত ১৭২০ জন নতুন সনাক্ত ৩৯

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৬, ২০২০, ১২:০০ অপরাহ্ণ
বরিশালে মোট করোনায় আক্রান্ত ১৭২০ জন নতুন সনাক্ত ৩৯

বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ১৭২০ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৭০ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৩০ জন ব্যক্তি।

 

আজ সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল সদর উপজেলার ২ জন, ঢাকার ন্যাশনাল ইনস্টিঊট অফ বায়োটেকনলজি থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বানারীপাড়া উপজেলার ১ জন, সদর উপজেলার ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ফার্মাসিস্ট সহ উজিরপুর উপজেলার ৬ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন এর লাকুটিয়া এলাকার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত ব্রাউন কম্পাউন্ড এলাকার ৩ জন, আলেকান্দা, নতুন বাজার, রুপাতলী,

 

মুসলিম গোরস্থান রোড, কাউনিয়া, ফলপট্টি প্রত্যেক এলাকার ১ জন করে মোট ৬ জন, ব্যাংকে কর্মরত ১ জন, নির্বাচন অফিসে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ জন সদস্য, জেলা পুলিশের ১ জন সদস্য, আরআরএফে কর্মরত ১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ৩ জন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন চিকিৎসক,

 

২ জন স্টাফসহ মোট ৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

আজ পর্যন্ত বরিশাল জেলায় ৪৬১ জন নারী এবং ১২৫৯ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৮৪ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ১৩১৩ জন, ৫০ থেকে তার উর্ধে ৩১৭ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৬ দিনের শিশু এবং ৭০ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১২৯৪, সদর উপজেলা ২৬ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৩, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-২, জাগুয়া-৪, চরকাউয়া-৫ এবং চরমোনাই-৩, কাশিপুর-২),

 

বাবুগঞ্জ ৭৭ জন, উজিরপুর ৭৮ জন, গৌরনদী ৫০ জন, বাকেরগঞ্জে ৪৮ জন, বানারীপাড়া ৪০ জন, মুলাদী ৩৮ জন, মেহেন্দীগঞ্জ ৩০ জন, আগৈলঝাড়া ২০ এবং হিজলা ১৯ জনসহ মোট ১৭২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আজ ৭ জনসহ মোট ২২০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

 

অদ্যাবধি এ জেলায় ৩০ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ২ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ৩ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, রুপাতলী হাউজিং এস্টেট এলাকার ১ জন, নতুন বাজার এলাকার ১ জন, সদর উপজেলার ১ জন, মুলাদী উপজেলায় ৩ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ২ জন,

 

বানারীপাড়া উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ১ জন। গত ৩ জুলাই শেবাচিম এর রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) করোনা শনাক্ত হয়েছে। এর আগে মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্ত হয় এনিয়ে জেলায় ২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ জন সহকারী কমিশনার ভুমি করোনায় আক্রান্ত। গতকাল হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এর করোনা শনাক্ত হয়েছে এনিয়ে ১ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত।

 

আজ বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসে ২ জন কর্মচারী, বানারীপাড়া উপজেলা ১ জন ভূমি অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার ১ জন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের ১ জন গাড়িচালক, ২ জন ইউনিয়ন পরিষদ সচিবসহ অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।